রোপন হয়েছে বীজ
কোন এককালে
সৃজনের শুরু হয় আপন খেয়ালে।
গ্রহ নক্ষত্র আর
কত ছায়াপথ
মহাবিশ্বে নানাভাবে হয়েছে প্রকট।
নীহারিকা রূপ ধরে
তারার মেলায়
ধূমকেতু ছুটে চলে নানা ছলনায়।
ছুটে আসে উল্কা
আলো ঝলকানি
শনির বলয় যেন নয়নের মণি।
অপরূপ শোভাময়
নীল মহকাশ
শত শত বিস্ফোরণে হয়েছে প্রকাশ।
অজানা রত্নরাজি
আলো অন্ধকার
মহাবিশ্ব জুড়ে আছে সৃষ্টি অপার।