মানুষ সে-তো দুঃখ পোষে যত্ন করে
স্মৃতির সাথে লড়াই করে
আবেগে হারায় বিবেকটারে
সুঃখের সঙ্গা নিমেষে ভুলে
বিষাদ ভরা হৃদয় নিয়ে ও হাসত পারে।
মানুষ সে-তো দুঃখ পোষে যত্ন করে
সুখের আশায় মত্ত থাকে
সুখ নেয়না আপন করে
শান্তি খোঁজে টাকার বলে
জীবনটাকে উপেক্ষা করে
অনায়াসে দাম্ভিকতার জোয়ারে ভেসে।
মানুষ সে-তো দুঃখ পোষে যত্ন করে
এই পৃথিবীর মায়ায় পরে
আক্রেধরে যত্ন করে
রবের বিধান কর্ম ভলে
বেলা ফুরানোর ক্ষণেক আগে
আফসোস করে জীবন নিয়ে চোখের জলে
মানুষ সে-তো দুঃখ পোষে যত্ন করে ।