এ ইট পাথরের শহরে
শান্তি নেই কোথাও যে
সবাই আছে মানবিকতার অভাবে।
কষ্ট চেপে বুকেতে কত মানুষ
আছে দেখো হাসি হাসি মুখেতে
কেউ আসে না স্বার্থ ছাড়া খুঁজিতে।
স্বার্থে যদি পরে টান
গরিব ও তখন মেহমান।
স্বার্থ যখন ফুরিয়ে যায়
আর করে না সম্মান।
এ ধরণীর মাঝেতে
কেউ নেই ভাই সুখেতে।
হতাশাতে ভুগছে সবাই
হাসি মুখে পিছনে।