বিবর্তনের হাতেই যদি হাত রাখি!
তুলসী তলায় সন্ধ্যা প্রদীপ দেখি-
আকুল হয়ে আগুন নিয়ে ছোটে,
চাঁদের স্বপ্নে কাস্তে ঝলসে ওঠে।
নিরন্ন মুখ! খাবার যাচ্ছে খুঁজে,
মনে আড়াল কালো বেড়াল বোঝে।


চেতনাদল সার জুগিয়ে যাবে ,
সীমানাগুলো বন্দি কিংখাবে।
লড়াইটা নিজের বলেই ভাবি,
মানবজমিনে দ্বন্দ্ব ভুলে দাবি।
রাজপথের হদিশ আগে বিছিয়ে,
পথ নিশান পথেই দেব উড়িয়ে।


শপথ শিখা হোমাগ্নি করে জ্বালিয়ে,
আবর্তিত রূপে দেব পা বাড়িয়ে।