বেশকিছু একত্রিত একতরফা ভাবনাই
অনায়াসে কখ‌নো হজম করে যাই
সপক্ষে যার একমাত্র যুক্তি থাকে-
শান্তির ইমারত ডাকে...


বিবেকের মানবিকতা নিশ্চুপ থাকে
অসংখ্য কটূক্তি নীরবে ফাঁকে
অন্তরের ঈশ্বরও এককথায় জানে-
সহানুভূতির মানে...


খোলামেলা বহুপথও বন্ধ হয়ে যায়
নিষ্ঠুর হেপাজতে মুহ্যমান প্রায়
বাক্সবন্দী ঘটনাও প্রজ্জ্বলিত ধুমে-
অন্তহীন ঘুমে..


তবুও একবার বড় জানতে ইচ্ছে করে
কোথায় রয়েছে শক্তি বলো কোন নিঝুম পুরে
যা কখনও কখনও ছুটিয়ে দুরন্ত রথ -
দেখায় আলোর পথ...