বইয়ের মতো থাকে থাকে জীবনটা সাজে না,
মানবতা দূষণে বৃষ্টির তোলপাড় বুকে বাজে না,
এক বনাঞ্চল যেন চারদিকে ছড়ানো বারোমাস - 
অনিয়ন্ত্রিত জীবনের মাঠে, সবুজে হলুদ ঘাস। 


করোটির ভেতরে থাকা এলোমেলো স্মৃতিস্তম্ভ। 
একের পর এক দংশনে মন যে মানে না বিলম্ব।
এটা জীবন হলে মরণটা আর কত সাংঘাতিক! 
উঁইপোকাও কাঠকে নিজের কব্জায় রাখে ঠিক। 


একদিনের সম্রাট সাজায় সেই যে শিরোপা পড়া,
সেটাও কি বুমেরাং হয়ে পথের নিত্যলীলায় গড়া?