তুঘলকি মসনদে ছিলো হীরে মন
কিছু আশ্রয় সন্ধানে, উন্নতির খোঁজে।
বহুক্লান্ত পথ হেঁটে একদিন বোঝে,
চাতক দৃষ্টিতে শুধু ধুসর স্মরণ।
ফিরতি পথে নজর আনাচেকানাচে,
মহাকবি প্রত্যাখ্যানে নবরত্ন সভা!
দূর আকাশের তারা নেই কোন প্রভা।
প্রতিবিম্বে দীঘিজল অশরীরি ধাঁচে।।


নারী শ্রেষ্ঠা শকুন্তলা। কন্বমুনি বলো -
প্রতীক্ষায় কারাবাস আরো কতদিন?
নিস্কৃতির বেড়াজালে যদি বাজে বীন,
বদল সূর্য ঝলকে আঁখি ছলোছলো!
কেন তবে মূল্যহীনে বিস্মিৃতি আড়ালে,
দমকা বাতাসে জ্বলা চিরাগ নিবালে?


12/07/1971
আগরপাড়া
কলিকাতা।