গুছিয়ে  কিছু কথা লেখাটাই কী  কবির মূল্যায়ন?
স্বীকার করিনা,লেখায় থাকনা অ-বলা কিছু কথা!
পাঠক খুঁজে নিক পুঁথি ঘেঁটে আপন গতিতে গঠন,
গুছিয়ে  কিছু কথা লেখাটাই কী  কবির মূল্যায়ন?
অতৃপ্তি  আড়ালে  কবির  কল্পনাও অশান্তে চলন,
যেথা  নীল-অনিলের কণ্ঠে  ভাসে সংগত বারতা,
গুছিয়ে কিছু কথা লেখাটাই কী  কবির মূল্যায়ন?
স্বীকার করিনা,লেখায় থাকনা অ-বলা কিছু কথা!