পাখি মন
বন্ধন
কখনোই চায় না,
উন্মন
ইন্ধন
তার চোখে আয়না।


নিরুপায়
হতাশায়
দূরের ওই নীলে,
উদাসীন
শিসে বীণ
খেলে
নয়নেরই জলে।


ডানা মেলে
যেতে গেলে
নয় খাঁচা ভাঙবো,
তবুও কী
কিছু ফাঁকি
রেখে তাও হারবো?


দানা শেষ
তাও বেশ
মানিয়েই নিয়েছি,
ভয়ে মরে
খেলা ছেড়ে
এ কোথায় গিয়েছি?


কলমের
বুলেটের
ধর্ম যুদ্ধ শেষে,
জয় লোভে
যাই ভেবে
ওই সুদিন আসে।  


সূর্যের
তেজে ফের
গাইবো মনসুখে,
সেদিনের
চমকের
কথা বলবে লোকে।