অবসর বয়সের ভার সওয়া মুশকিল
যখন তখনই অলস বিছানা
কষ্টে জাগা চোখ দুটো বোজা বোজা
কেউ ডাকলেই চমকে উঠে মনে হয় যেন;
আবার আমায় কেন....


লাগাম ছেড়ে দিলেই মন যেতে চায়
তন্দ্রা বিহীন দুপুরের রোদে
টিফিনের সময়ে ছোঁয়া-চোর খেলায় রাজত্বে...
একসময় পি.টি.স্যারের বেতের নজরানা
মিঠেকড়া আওয়াজ সপাং সপাং
তবুও কি মিষ্টি দুপুর....


আবার লাগাম টানি
অতিপরিচিত হাত এখন বিস্মৃতির পাহাড়ে,
আর ঠিক তাই নির্ভরযোগ্য হাত খুঁজি;
যে বলবে, 'না রে খোকা, আর একটু শুয়ে থাক,
এইতো হাত বুলিয়ে দিচ্ছি!'
ঘুম আয়, আয়রে ঘুম আয়...


ঘুমন্ত দুই চোখে, অনন্ত ঘুম ডাকে...