রোজ একটা করে রূপকথার গল্প ব'লে
আরব্য রজনীর ভোর হতো!
আরও একটা বাঁচার দিন বাড়তো
হাত গুনে গুনে,
কেবলমাত্র ছলচাতুরী দিয়ে।
অথচ এটাই নাকি শর্তাভিসারের মাত্রা,
যেটা আবশ্যকীয় বলেও চিহ্নিত।


এমন আবশ্যিক বহু কাজই
এখনও মন দিয়ে খুঁজলেই মেলে যত্রতত্র।
প্রতিটা বিনিদ্র রাত-
কোনও না কোনও কারণ দেখিয়ে,
রূপকথার গল্প বলে যায়!
মিল শুধু এরা সবাই হঠাৎ আলোর ঝলকানি,
যারা আসলে অন্ধকারের যাত্রীর নামান্তর মাত্র।