একমুঠো আকাশ দিয়েছিলাম
যখন অন্ধকার মূলে;
এক সাগর ঢেউ তুলে দিলাম
যখন আন্দোলন ছুঁলে।


এক ঝোড়ো বাতাস দিয়েছিলাম
যখন পল্লবিত ছিলে,
একবুক ভালবাসাও দিলাম
চেয়েছিলে যেটা তালমিলে।


একমন বোঝা রেখেও দিলাম
প্রদীপের সাঁঝবাতি জ্বেলে,
ঝলকানো আগুন বেছে নিলাম
যাবে বলে ছেঁড়া বাস ফেলে।