মনটা আর ছুটতেই চায় না,
কপালে নেই ঘরের খিচুড়ি, অমলেট!
রেডিওতে আগমনী গান, আবহাওয়ার।
যদিও অনেকেই দিব্যি ঘুমিয়ে।


ঘোড়ার পায়ে গুলি দেখেই,
খোঁড়াতে খোঁড়াতেও চলার শুরু,
সময়ে না পৌঁছে গেলে হাজার কৈফিয়ত,
খানাখন্দ এড়িয়ে ঢিমেতালে বাস।


হাতের কাছেই নাড়ু পেলে,
কে না খুশি হয়...?
তাও হবার জো নেই ,
নসিবের জোর থাকা চাই!  


পোড়া কপাল যে!  
সাগরের কোলে হানা দেয়,
এক এক সন্তান প্রায় রোজই,
কি ভয়ংকর গতি ওদের!


না ছুটে আর উপায় কী?
ভেবে দেখি, গালিমন্দ না খেতে হলে,
আরও কিছু পথ যেতে হবে,
নইলে ওদের গতিতে হবে আমার কবর।