সাদাকালোর বিচার করে করছো মিছেই  আপসোস,
এখনো আছো ভাড়ার ঘরে পাট গুটোবে দুদিন পরে,
মানবতার চাড্ডিকথা বললে কি আর এমন দোষ?


সাদাকালোর বিচার করেও ফারাকে নেই আপসোস!
কালোমনটা সাদা দিয়ে ঢাকতে গিয়েই বাড়ছে রোষ।


আকাশমুখী ভেবেও সুখী সীমানা সেই অন্তে গড়ে,
সাদাকালোর তফাত নিয়ে লোকদেখানো আপসোস!
এখনো তো ভাড়ার ঘরে জানবে কি করে  অনন্তরে...


***ট্রায়োলেটের ব্যর্থ চেষ্টা হয়তো বা।