প্রবল  খরা  তপ্ত  ধরা  নীলাঞ্জনা  কই গেলে?
বর্ষ শেষে দহন বেশে  চোখ রাঙানি আর কত!
দখিনা বায় চৈতি বিদায় অন্যস্বপ্নে গোলমেলে,
প্রবল  খরা  তপ্ত  ধরা  নীলাঞ্জনা কই  গেলে?
ভূমির টানে শিবগাজনে চড়কস্রোতে মনমেলে,
বোশেখ  দূরে  স্তব্ধ  সুরে অপেক্ষায় প্রথা মত,
প্রবল   খরা  তপ্ত  ধরা  নীলাঞ্জনা কই গেলে?
বর্ষ শেষে দহন বেশে চোখ রাঙানি আর কত!