বসন্ত বায় পেলো সময় ফাল্গুনে,
নাচলো বনে মনের কোণে মনময়ুর।
পড়লো ফাঁদে তরুণ হৃদে জালবুনে,
বসন্ত বায় নিলো সময় ফাল্গুনে।
পারলে যেও নজর দিও তালগুনে,
পলাশ ফুলে বৃন্তমূলে নৃত্য-সুর।
বসন্ত বায় দিলো সময় ফাল্গুনে,
নাচলো বনে মনের কোণে মনময়ুর।


*********************
বিশেষ কারণবশতঃ দুদিন লেখা
যাবে না।