জিয়ল মাছের সেরা,
মাগুরও নয়-
কই! তা কি হয়?
ধর্মে জীবন ঘেরা।


সেই কবে হলো চাষ,
মনেও তা নেই -
জানি তবু এই,
বাঘ-গরু খায় ঘাস।


আনন্দ আশ্রমে,
বিবেক রুদ্ধ -
ধর্ম যুদ্ধ,
অযাচিত পরিনামে।


ঈশ্বরে অনুরক্ত,
হায় আল্লার ভক্ত,
হায় রে যিশুর প্রাণ-
কোথায় খুঁজি
জীবন পুঁজি,
তোমাদের সম্মান।