চিত্তে সুড়সুড়ি দিয়ে আজও অস্থিরতা,
যখনই মন খারাপের ওই সুরেলা সুরে-
দূরে থেকেও  কোকিল হয়ে  গেয়ে ওঠে,
চমকে উঠে চলে যাই সে অন্দরমহলে।
যেখা‌নে এখনও বন্দিনীর বেশে আছো...


সম্পর্কের সব সীমানা সীমাবদ্ধ রেখেও,
কেউ কেউ কিভা‌বে যেতে পারে অসীমে,
স্বপ্নাবেশে কাঞ্চন চুড়োর এ মেঘমালায়,
বুঝতে পেরেছিলাম সেই সুরের দোলায়।
বুঝতে পারিনি, তার ব্যাপ্তি কত গভীর...


যদিও জানি, বন্দীজীবন হতে রূপসাকে-
মুক্ত করবার কোন বাসনা নেই কখনোই,
মূলতঃ বল,মুক্তি তুমিও সত্যিই কী  চাও?
ঠিক সেজন্যেই ,কুহুর ওই সুরেলা কণ্ঠে-
এখনও বসন্ত আসে যায় ধূ ধূ বালুচরে...