কাঁচের অভাবে স্বচ্ছ ওই সরসীনীরে;
প্রতিচ্ছবিখানি বুঝি দেখেছি বারবার,
ইচ্ছেমতো তাও বলতে পারো আবার-
পূর্ণতা মাঝেই কোন কাঁচ কাটা হীরে।


সাঁতার না জানা কোনো অশান্ত জন;
সময় স্রোতে ভেসে তল খুঁজতে গিয়ে,
কালস্রোতেই হঠাৎ  গিয়েছে হারিয়ে,
তবু স্মৃতিটুকু থাক আজও বলে মন।


একদিন বুকের গভীরে এলোকেশী;
প্রতীক্ষার মর্ম ঠিক বুঝতে না পেরে,
শুধুই নিজের কঠিন জেদের জেরে,
জীবন দরজা খুলে ছিলো একাদশী।


আজো দেখি একান্তেই বিরহীর হাসি!
খুঁজে কি পেলো আরশিনগরে আরশি?