সবুজ বলে অবুঝ হলে কচুরিপানা যেমন জলে।
কার হাত ধরে যাবে কূলে যেয়ো সঠিক  বন্ধু হলে।
পুজো কাবার শ্যামাপোকার সময় আজ ধোঁকা খাবার।
দিন গেলে তা ফেরেনা আর পড়ে থাকে নগ্ন পাহাড়।


বিষ খেয়ে কি বা হবে  ফল পান করে সে যে হলাহল।
কচুপাতায় জীবন জল থাকলে হীরে বা নিস্ফল।
আঘাতে মন যায় গভীরে পুড়লে কাঠ মন পাথরে।
কর্ম করো ধর্ম ছেড়ে সেই রক্ষা করতে পারে।


আপাত চতুর ঘরভুলে বাঁধা এ মাকড়সা জালে।
বোকা বনে যে যাবার কালে শূন্য হাতে যাবে না বলে।
দেবতারে ছাড়ে যে রক্ষ হিসেব মত নয় পক্ক।
ধরা সামলে একপক্ষ পেরিয়ে যাও অসীম লক্ষ্য।


* প্রতিটি পঙিক্ত একাই অর্থবহ।
  কোনটা কারও সংগে যুক্ত নয়।
  হয়তো একটু সাজানো।