শারদ প্রাতে
শিউলি শোভাতে
চলছে  অকাল বোধন,
রাবণ বিনাশে
বাঁধি নাগ পাশে
করবে মুণ্ড ছেদন।


পুরোহিত বেশে
লঙ্কেশ এসে
করে পুজো আয়োজন,
নিজের মরণ
করে না স্মরণ
দেবী যে বড়ো আপন।


পুজোর পদ্ম
একখানি কম
রামের গলদঘর্ম,
দেবী মহামায়া
সেবকের কায়া
বাঁচাতে করে এ কর্ম।


নীল পঙ্কজ  
জানে অগ্রজ
নিজের নীলাভ অক্ষি,
দান করিবারে
রাখে ধনু পরে
সকলেরে রাখি সাক্ষী।


পারেনা সহিতে
মর্মে দহিতে
দুর্গা আনেন কমল,
রক্ষার তীর
রক্ষপতির
শিয়রে শমন সচল।


রাবণও তার
রেখে মনোভার
পুজো পর্বের শেষে,
আপন মুক্তি
সহিতে ভক্তি
যাচে ব্রাহ্মণ বেশে।