দখিনা বাতাস প্রেমকে বয়ে আনে
ছুটে যাই তাই ফাগুন হাওয়ার টানে
রোমাঞ্চিত হয় এই জীবন-পদক্ষেপ
ভাবি কই? কতখানি বায়ুর আক্ষেপ...


ভুলেও কি দেখি তার ক্ষিপ্র যাতায়াত?
জলে ডুবলেই মানুষ বাড়ায় যখন হাত
ক্ষণিকের আক্ষেপেই সে ঠিক বোঝে
বিনা প্রেমেও বাতাসকে তাই খোঁজে।


দৃষ্টি ঘুরিয়ে একবার  চলে গেলে,
বুকের মাঝে আগুন যেন জ্বলে।
পাউন্ড ডলারের মূল্যই নেই জানা
অর্থই নিরর্থক; বাতাস ফেরে না।