আকাশ তো নীল থাকতেই চায়।
তবুও ঝড় ওঠে
অসময়ে ধুমকেতু ছোটে
ঘনঘন দেখি তারও রঙ বদলায়...


পরমাণু বোমা বিস্ফোরনের সময়ে
কেউ কেউ দেখেছে তাকিয়ে
নবোদিত আরও একটি সূর্যের ছটা,
মন্ত্রমুগ্ধের মতই স্তবের উচ্চারণে মাতিয়ে
বেড়িয়ে পড়েছে কত না ভালমন্দের ঘনঘটা...


অথচ আকাশ নীল থাকতেই চায়,
ফেনিল সাগরে তুফানকে সে সত্যিই ভয় পায়।
ঝঞ্ঝা আসে কখ‌নো বাতাসে বাতাসে
কানাকানি চলে ফিসফাসে
এ সবই বারোমেসে,
তবুও আকাশ কিন্তু নীল থাকতেই চায়...