এলোমেলো সাদা তুলোয় মোড়া
ঘননীল আকাশের নীচে বসে
ভাবছিলাম এ আকাশেও ঘনঘটা ঘটে
বৃষ্টির জল চির নির্মল
শীষের ডগায় মুক্তোজল ঢালে
প্রকৃতি পোয়াতি হয়।


কালোমেঘের মল্লারে একদিন
ভয়ঙ্কর ভয়ে বিদ্যুৎ খেলে গেল
সামনেই পড়ে আছে সাদামাটা জীবন
মনে হচ্ছিল যদি আর নাই জাগি!
জানি তবুও আকাশ নীল হবে ...
আমার দেখা না দেখা মূল্য পাবে না।


এমনিভাবে চাঁদের নৌকাডুবিতে
কেউ কেউ ফলনশীল হবে
কিন্তু একসাথে দুকূলের উন্নতি
জবুথবু হয়ে চলমান পথের দিশায়..
কখনো ভারিক্কি চালে
আর কখনোবা ইমনের তালে তালে।