সূর্যমুখীর সূর্য মেলে না, কুয়াশাবৃত।
সুন্দর হওয়ার দোষ কার?
উত্তর মেলে না।
বাসি ফুল, হলদে পাতা, মরণ খোঁজে।
জীবন কাবার হয়, কলঙ্কিনী নামে।


বাঁশিওয়ালা বাঁশি বাজায় মিষ্টি সুরে
সাপের ছোবলে প্রাণ যায়
নাগিনী বড়ই ক্রুর, বড় ভয়ংকর?
নাকি দিগ্বিদিকে তরল গরল!
সুন্দর কি অপমৃত্যুর শিকার?


একদিন নিরক্ষর সুঠামদেহী তরুণ
প্রেম সাগরে ভেসে গেল কোন বসন্তে
মনের দেহে কর্কটরোগ ভর করে
সূর্যমুখী হারালো অন্ধকার ঘরে
আর ফিরলো না।


তবু এত সমস্যার মাঝেও
সূর্যমুখী জন্ম নেয় বারবার
আজো তুলি বা জল রঙ ছবি আঁকে
নইলে পৃথিবী যে ভুলেই যাবে
সূর্যমুখী ছিলো বলে দখিনা বাতাস।