তোমায় আমি কতটা ভালবাসি
জানতো প্রতিটি উদাসী সকাল।
রাতের তারাকে অস্বীকার করা,
ভৈরবে আমি বারবার দেখেছি ;
তোমার  যাতায়াত বা গতিবিধি।


সকালবেলা বাসি মালা উপহার!
যেন এই জীবনে একঘেয়ে এক-
পাওনা বলেই, সাজিয়ে রেখেছি।
তেঁতোবড়ি ভেবে নীরবে গিলেছি;
ভুলেও বিবাদ করিনি কক্ষোনো।


কিন্তু কেন যে এই শ্মশানশান্তি-
ভাবার মতো বলিষ্ঠাও নও তুমি,
রোশনাই আলোয় অন্ধই ছিলে,
নবজাতিকা স্বপ্নে বিভোর হয়ে!
বলিদান করেছি ওই তরুণ মন।


অপ্সরা আজীবন কেউ কী থাকে?
তুমিও থাকোনি!কি করে ফিরিয়ে
দেবে বল, আর সেই হত যৌবন?
আজ মনের এই অর্গলগুলো বন্ধ,
ভৈরবের সুরে মরেই বেঁচে আছি।