ফুল ফুটলো গন্ধ ছড়ালো না
পরিবেশের দুর্গন্ধে হারিয়ে গেল ভবিষ্যৎ
সময় বেশদিন থাকে না
কালের ভারেই গাছও নুয়ে পড়ে
একদিন ফুলও ঝরে যায় মাটির কোলে।


কিছু সৌরভ কখ‌নো ছড়াবার সুযোগ পেলেও
শেষমেষ সব স্বপ্ন বিফলেই যায়
শিকড় ছাড়া যে ফল ধরে না
আদর যত্নে সুযোগ পেলেও, পরিচয়হীন;
ভেবে দেখো, মূল্য তাকে কেনইবা দেবে?

ভালো মালী পেলে ওরা বর্তে যায়
সম্ভাবনার দৃষ্টিকোণ থে‌কে ওরাই হলো সেরা
কষ্টকর জীবনের মরণ পণ লড়াই শেষে
ফুলে ফলে সুখের জীবন সাজায়!
কালিদাসের কালিতেই হয় কুমার সম্ভব।