সিঁড়িতে ওঠা পরিশ্রম
ভাগ্যে মেলে লিফট,
লকডাউনের কারখানা
বন্ধ হলো শিফট।


রোজগার নেই কানাকড়ি
খরচা ষোলোটি আনা,
ভুখা পেটের আগুনে জ্বলে
লকডাউনের মানা।


ছুট্টে যেই বাইরে যাব
ছোট পা জড়িয়ে ধরে,
দোহাই বাবা করোনাটাকে
এনো না আবার ঘরে।


থমকে দেখি আতঙ্কিত
মানুষের এক রূপ,
না খেয়ে মরা হয়তো ভালো
খুঁড়ো না করোনা কূপ।