অঙ্গরূপে অঙ্গ জড়ানো চিত্রপটের ,
অবিকৃত চোখে শুধু  নির্লিপ্ত দর্শন।
সমুদ্র মন্থনে অসাড়তা, ভাগশেষ।
চঞ্চল দুচোখে পরিত্রানের আকুতি।


বদলানো প্রেক্ষাপটে মধুরতা স্থির।
অচেনা কখন দোলায় হৃদয়-প্রাণ ,
যেথা মনের রূপে মন বাঁধনে দিশা ,
ভাব গম্ভীরতা ক্লান্ত তরুচ্ছায়ে সুপ্ত।


দখলিত মন শূন্যতায় শেষ, তবু
ছুটবার অদম্য বাসনা হতাশাই।
সেদিন আসবে ফিরে, শুধু পাথরের
আঘাত ক্ষত বিক্ষত করবে বিশ্বাস।


তবু চোখের আয়না বড় পরিস্কার,
বিচারের ভুল তার হয় না কক্ষনো!
মনের নাগাল ছাড়া, নিরাশ্রয় নয়!
সম্ভাব্য মুক্ত মনের এ কী বন্দীদশা!