বাইরে এখন ভীষণভাবে ঝোড়ো হাওয়া বইছে,
ভাবছিলাম তোমায় কিছুটা আলোর হদিশ দিই,
কিন্তু ভয় করছে দমকা হাওয়া যদি গিলে নেয়!


এ তো নিত্য নৈমিত্তিক ব্যাপার, আকছার ঘটে,
কত্ত ঘটনা হারিয়ে যায় রোজ রোজ কে জানে?
কেউ কেউ তো ঘটনা হবার সুযোগই পায় না।


বয়সের সুবিধা হলো, তালগোল পাকিয়ে বলা,
সবাই জানে এ ধরনের প্রলাপ,এই বয়সে হয়!
একই কারণে মাথায় এসেছিল আলোর কথাটা।


সেই কবে আগুনের আবিষ্কার,আলোরও বটেই!
এই মুহূর্তের কথায় বলা যায় আলো পড়ছে ওই
কল্পকাহিনী কিম্বা ইচ্ছাকৃতভাবে মিথ্যা বলায়...


কষ্টকর বেশকিছু কথা হয়তো না বলাই ভালো,
তবুও সত্যি কী আর মিথ্যা হয়? তাই তো বলা ...