নভে জ্যোতি ছড়িয়ে গেল,
যাবেই, এটা তো নিশ্চিত।
আং‌শিক দায়ভারে
সমস্যাও কিছুটা বাড়লো,
তাও বাড়বেই।


পূর্ণতা অপরিমেয়,
হবেই, সেটাও স্বাভাবিক।
ভাঙনের ইতিহাস
বুলডোজার মনকে বাঁচতে,
সীমিত হবেই।


পূর্ণিমা জোৎস্নাতে
ভরা আলো তবু থাকবেই।
আলোর জোয়ার এলে
অমানিশা কাটবে প্রতিপদে,
চাঁদ বলবেই।