ভৈরবে জাগরণ,
প্রাণ মন ভরাবো সংগীতে, হলো না।
একবুক কথা গাঁথবো ছন্দে কবিতায়, হলো না।
শিশির ভেজা মাঠে প্রথম উদিত আলো,
আঁকবো তুলি দিয়ে, হলো না।


সকাল পেড়িয়ে সূর্য অস্তমিত প্রায়,
এখন আকাশের চাঁদ, কবির কল্পনা। তবু,
ভোর আকাশে শোনা কোকিল কূহু,জাগায় চেতনা।
আবছায়া ভোর রাতে খুঁজে পাই, চিত্র প্রেরণা।


চাঁদও ডুবু ডুবু রাত ফুরোনোর পালা,
কল্পনা দল এখন ঘুরছে চারপাশে,
দিন রাতের অভিজ্ঞতা সমস্ত মন জুড়ে,
ঘুম নেমে আসছে ক্লান্ত দুচোখ ভরে।


শেষ বারের মত হিসেব মেলাতে চাই,
শিল্পী মনের হিসেব।
দেবদূত বলে যায় -
শিল্প কলা সবার জন্য নয়, তবে শিল্পী সকলেই।
প্রকাশ বেষ্টিত থাকে চেতনা আধারে।