খালের ধারে সাদা বকগুলো এখনও  ধ্যানমগ্ন,
বন্যার জল শুকিয়ে গেলেও,
মাছগুলোর কিন্তু সেই হাঁসফাঁস দশা,
এদের ছেড়ে চলে গেলে-
বলো, ধম্মে কি আর সইবে?
কাজপাগলের দিনরাত লোকদেখানোই কাজ!


তার ওপরে এখনো চলছে ভরা কোটাল,
সম্ভাবনাময় উত্তাল ঢেউ,
ফুলেফেঁপে বাঁধ টপকেই এগুচ্ছে কখ‌নোবা,
এদের নিয়মিত সুরাহা না করেই চলে গেলে,
ওরা যে অনাথ হয়ে যাবে!
দায়িত্বও তো কিছু থেকেই যায়(?)...


মাছের চোখে এদের সবার নজরই এক,
সাদামাটা মাথাগোঁজা বক
বা অসীম প্রখর দৃ‌ষ্টি সম্পন্ন সোনালী ডানারচিল ,
কেউ কম নয়...
যে যতোই ধার্মিক হোক,
বা আকাশের যত উপরেই থাক...