পাখির মতো        হলে কতো
       স্বাধীন হতাম সুখে,
বিপদ হলে        কাছে রইলে
      শান্তি পেতাম বুকে।


মানুষও নয়       পাখিও নয়
       আজ যে সৃষ্টিছাড়া,
মানবতায়       আগুন ধরায়
       দেখলে চলনধারা।


*************************


কবিবর  শহীদ উদ্দিন আহমেদ রচিত
এক‌টি কবিতা আমার লেখার প্রেরণা।
তাই লেখাটি তাঁকেই উৎসর্গ করলাম।