সাঁঝ পিদিম জ্বেলে যখন তুলসি তলায়,
গাঁয়ের বধূ ঘোমটা টেনে শঙ্খ বাজায়,
বোঝে এই পাগল মন,
মৃত্যু কতনা শোভন,
শাঁখের ধ্বনি শান্ত বেশে এ মন জুড়ায়।


* শের শায়েরী হতে একটি লেখার
   ছায়া অবলম্বনে এই কবিতা।