মাগো, বলতে কি আজো পারো
কেন তুমি আছো বৃদ্ধাশ্রমে?
সন্তান তো অনেক রয়েছে,
মানুষ হলো না, কার ভ্রমে?


ধিকিধিকি যে আগুন জ্বলেছে,
ভেবেছো কী, কেন দিশাহারা?
ধুঁকছো কেবলই অকারণে,
সমাধান খোঁজ নেয় না ওরা ।


কাঁদছো শুধুই অবিরত,
কাউকে পেলে না মনভরে,
ওরাও লুঠতরাজে রত
তোমার সংসার হতে দূরে।


বাহাত্তর পারি দিয়ে তবু
অসুন্দরের কোন পথভ্রমে!
মা,আকাশে আলো যে নিভুনিভু
কেন তুমি আছো বৃদ্ধাশ্রমে?


১৫/০৮/১৮
বাসভবন।