বাংলা আমায় দিয়েছে বুলি
কলমে দিয়েছে ভাষা,
বাংলা আমার জীবনের ধূলি
মায়ের স্নেহের আশা।


ওগো মা জননী বঙ্গভূমেই
মরতে যেন পারি,
তোমার চরণ স্মরণ করেই
চক্ষুটা হয় ভারী।


******************************


শহীদ উদ্দিন আহমেদের কবিতায়
অনুপ্রাণিত হওয়ার জন্যে তাকেই
উৎসর্গ করলাম লেখাটি।