পাবার আশায় দান করো না
দুঃখে ভরে যাবে পাওনা,
করলে কিছু রইবে স্মৃতি
কর্মফলই গাইবে গীতি।


ফুরিয়ে যাবে গাটের কড়ি
বলবে কে আর 'আহা মরি',
উঠলেই কাঁধে গোবর ছড়া
দেখবে না কেউ কর্ম ছাড়া!


নইলে মনে রাখবে থোরাই,
'বাঁচা গেল' বলবে সবাই।