অনেক চাঁপা চাপা পড়ে  থাকে  হেলায় ;
বুনো ঝোঁপঝাড় বা পুকুরধার ঘেঁষে। 
কেউ খোঁজে না তবুও সুবাস ছড়ায়;
পিছল ও পথে কজনে যায় আসে? 


অলিরা রসিক তাই জানে রস নিতে! 
বেনুবনে রেনু নিয়ে নিমেষে হারায়। 
চারাকে ছড়িয়ে দেয় মাটির কোলেতে। 
যে মাটি বহু চাঁপাকে জলেতে ভরায়।