জীবন  মাপি  নিজের  ক'রে
বহু    কাটছাঁট   নেকনজরে,
বদল  জীবন  আজ  বেদনে
স্বপ্ন   আঁকে   মাঝ   প্রহরে!


আশায় আশায় আশাও ফুরায়
জীবন   চলে  জীবন  ধারায়,
স্মৃতির  পাহাড়  ঘোর বর্ষণে
সবুজ কুঁড়ির অবুঝ শোভায়।


*********************
দ্বিতীয় স্তবক পারমিতা ব্যানার্জ্জীকে
দেওয়া উত্তর বলে, লেখাটি তাকেই
উৎসর্গ করলাম।