প্রাসাদ তো নয় কুটির ভালোবাসি,
সুখের থে‌কেও  শান্তির অভিলাষী।
চোখের চেয়েও অন্তর দেখে বেশি,
আতরে  নয়  ধূপ-ধোঁয়া  বিশ্বাসী।


মরীচিকা  নয়  মরুদ্যানেই   যাই,
থাকার বদলে  রাখতে দরদ পাই।
এমনভাবেই  জীবন  চালাতে চাই,
ভুলের জগৎ ভুলে তাও শোধরাই!