হিসেব মতোন চলেনা জীবন,
কখনো অল্পে পূর্ণ।
কখনো পেলেও অমূল্য ধন,
দর্পে হয় তা চূর্ণ।।


নিখুঁত ভাবনা! মিথ্যে স্মরণ
কর্মকাণ্ডে বন্য।
চাহিদা শুধুই ডাকছে চরণ
খুব বেশি হলে শূন্য।।