অনুকাব্য (২৯৬) তর্কবাগীশ


তক্কে থেকে তর্ক করে,
কেউ বাঁচে তো কেউ বা মরে,
দায় নেয় না কখ‌নও কিছু,
সময় হলেই হটবে পিছু।


কেবলমাত্র তর্কে পাকা,
'আমি ছাড়া এ দুনিয়া ফাঁকা',
কাজের ফলে স্বদেশ ভোগে,
কি ক'রে বলো দেশটা জাগে?



***  লেখাটি যেকোনো কারণেই হোক মুছে
গেছিল। বহু মতামতও এসেছিলো। সবাইকে
আমার শুভেচ্ছা জানাই। এখন আবারো পোস্ট
করলাম, তাই মন্তব্যের ঘর বন্ধ রাখলাম।