সমসুত্রে বাঁধা


                      (১)


                  তিলোত্তমা


     খেলাঘর জীবন শুরু, নানা কিছু
বায়না। পুতুল খেলা, পেরিয়ে বেলা। ফুল
   আপন সৌরভে বন্দী হতে চায় না।


                    (২)


                  দুর্ভেদ্য


      বিচ্ছুরিত মৌবনের দখল কিন্তু  
মেলে না। ছিঁড়ে দেখবে? শুকিয়ে যাবে।
খোলসবন্দী শামুক দিয়ে কাজ চলে না।


                      (৩)


                    বিভাস


    বাগিচা স্নিগ্ধ করে , সুবাসে ভরায়ে
নিজে এলে - ধরা দেবে, সব পাবে। উজার
  করে দেবে সব, না রেখে নিজের দখলে!