( সমান করেই গাঁথা)


                        (01)


                       যথার্থ


  সাত সতের ভাবনা যখনই আঠারোতে
  মেশে, দিন ক্ষয় - পাপ ক্ষয়, এসব কথা,
             মনে কি আর আসে?


                     (02)


                 যেতেই হবে


        বাজির খেলা হুল্লোড়ে চলা,
জীবন, শূন্যতায় - সব হারায়, ঘড়ির কাঁটায়,
            আছে যে তার মরণ।


                       (03)


                   গেল গেল


        হাঁটি হাঁটি পা পা, ও বছর তুই
ঘোর না, দুঃখ রইলো - সুখ বইলো, সুখ তো,
                 হকের পাওনা।