সম সুত্রে গাঁথা


                        (০১)


                    দখিনা পবন


           রাঙা বসুন্ধরা নিয়ে স্বর্গসুখে
থাকো, চোখে ভরা জল, আজ উচ্ছল, যত ভাবনা
            মলয়ানীলে সজীব রাখো।


                        (০২)


                      কৃষ্ণচূড়ায়


         তব স্পর্শে হিমেল বুক সুধাবিষে
ভরে যায়,  রাঙা হাসি, রাশি রাশি। লালমাটির
           দেশে ঐ ফাগুয়ার কৃষ্ণচূড়ায়।


                       (০৩)


                     অঙ্গজ্বালা


         দূর হতে মাদলীয়ার সুর ভেসে
আসে, উতলা এ মনে, মাতাল পবনে। ভরা
         জোৎস্নাতে দোদুল অঙ্গ ভাসে।