(সমব্যথি সমতায়)


                        (01)


                     প্রিয়জনে


         নিজের দুঃখ জাহির করেই
যাবে? সমব্যাথী হলে, "আহা রে" বলে, সুখ
  যদি না দিতেই পারো, দুঃখ কেন দেবে!


                   (02)


                 হারজিত


যাঃ ব্বাবা! ঠকেই মলাম, ভাবতে বড়ই
লাজ, গোপন রেখে সাজাই তাকে,যাতে
     সকলে - জিতেছি ভাবে আজ!


                    (03)


                   ক্রোধ


   মানুয বড়ই আজব জীব,স্বভাবে বড়ই
গোপণ, যা বলে ভাবে না-যা ভাবে বলে না,
  বরঞ্চ পশু ভালো,স্ব ভাবেই যে কোপন!