(সময় সুতোয় বাঁধা)


                     (01)


                 যেতে হবে


      আজ সে ব্যস্ত মরণ আহ্বানের
ক্ষণে , কত সুখ কত দুখ, রোজনামচার
       কলম শেষের প্রহর গোনে।


                      (02)


                  শেষের প্রহর
  
          সময়ের মাপে এক মুহূর্তে
সব শূন্য, নিয়মে ঠাসা যাওয়া আসা, তবু
          যা গেল স্মৃতিচারণে পূর্ণ।


                    (03)


                একটি বছর


      আবার ভরপুর ভাবি বেহালার
ছড়, নব শোভা নব প্রভা, যতই থাকুক
         আয়ু তারও একটি বছর।


@ লেখাটি আগামীকাল পাঠাব, ভেবেও
আজই পাঠিয়ে দিলাম।