(সূত্রের মিলনতীর্থ)


                   (01)


                যেতে হবে


     বহু পিচ্ছিল পথে পাড়ি, আজো
   বাকি, যেতে যে হবে বৃথা না ভেবে,
এগিয়ে চলো, খাপেঢাকা তরবারি রাখি।


                  (02)


               শান দাও


    অসিরে, হে বন্ধু তুমি শান
দাও, ওষুধের হেরফের , ছেড়ে ;
     শক্ত হাতে সিদ্ধান্ত নাও।


                 (03)


           কেন দূরে রাখ


    হতে পারে জংধরা, মেনে
তাও, হেলাভরে নয় দূরে, গড়ো
   তাকে, কাজে তা লাগাও।