সাদা পেরিয়ে হলুদ রাজ,
     মাঝামাঝি পাকা ধান ;
সাথে এলো হেমন্তে আজ,
                নবান্ন সম্মান।


নিষেধ না মানা বৃষ্টি,
       যদিও হাজির ছিলো;
পরিবেশে রেখে দৃষ্টি,  
     হিমেল রূপ সে নিলো।


গাঁয়ের বধূ সুরে ও স্বরে,
          হেমন্তের সে গান-
সবটা মন উজাড় করে,
          কিষান ভরে প্রাণ।